সমস্ত ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডারের পাস আউট ছাত্রছাত্রীদের বলা হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে “Atibir Industries Company Limited” কোম্পানিটির ক্যাম্পাসিং আয়োজন করা হয়েছে Binpur-II Government ITI কলেজে. সমস্ত ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডারের পাস আউট ছাত্র-ছাত্রীরা নীচে দেওয়া লিংকটি ফিলাপ করে তোমরা অতি অবশ্যই বায়োডাটা এবং কোয়ালিফিকেশনের ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে এসে ক্যাম্পাসিং এটেন্ড […]
Binpur-II Government Industrial Training Institute is NCVT affiliated ITI conducting Industrial Training in the areas of Electrician, Wireman, Surveyor, Sewing Technology, Mechanic Motor Vehicle, Welder, Fitter, COPA. It was established in the year 2016 with a mission to provide technical education mainly to the unemployed youth. The BGITI is situated at Belpahari, Sahari, West […]